Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প

হাইলি প্যথজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সার্ভিলেন্স প্রজেক্ট:

 

 ফেনী সদর উপজেলায় এই প্রকল্পের কাজ চালু রয়েছে। সদর উপজেলায় ৩ জন এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ওয়ার্কার নিয়োজিত আছে। উপজেলায় নিয়োজিত কর্মিদের কাজের তদারকি করেন ১ জন এ.ভি.এস । তাহারা নিম্নোক্ত কাজ সমূহ সম্পন্ন করেন:

           ১।   উপজেলায় একটিভ সার্ভিলেন্স কার্যক্রম পরিচালনা করা।

           ২।    এ.আই ওয়ার্কারস্, খামারী এবং অন্যান্য  সূত্র  থেকে  HPAI  সন্দেহকৃত  প্রাপ্ত  তথ্য র্পালোচনা  পূর্বক দ্রুত সন্দেহকৃত খামার / পারিবারিকভাবে  পালিত  হাঁস  -  মুরগীর  নমূনা  সংগ্রহপূর্বক  জরুরী  ভিত্তিতে  নিকটস্থ এফ.ডি.আই.এল-এ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে প্রেরণ।

           ৩।   সার্ভিলেন্স  কার্যক্রমের সকল প্রতিবেদন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার মাধ্যমে প্রকল্প পরিচালক ও সহকারী পরিচালক, ইপিডিমিওলজি ইউনিট, ডি.এল.এস এ প্রেরণ।

           ৪।   পোল্ট্রি ফার্ম পরিদর্শন ও পারিবারিক খামার পরিদর্শন, খামারীদের মধ্যে জীব নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধি।

           ৫।  জেলা/উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার নির্দেশক্রমে একটিভ সার্ভিলেন্স নেটওয়ার্ক প্রোগ্রাম এর আওতায় যে কোন প্রকার দায়িত্ব পালন।

           ৬।   বিভাগীয় প্রশিক্ষণে অংশগ্রহণ।